সঠিক উত্তর হচ্ছে: 7.2-7.4
ব্যাখ্যা: রক্ত
\n? রক্ত এক ধরনের তরল যোজক কলা।
\n? হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন থাকে রক্ত কণিকায়।
\n? মানবদেহে শতকরা ৮ ভাগ রক্ত থাকে (গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে)। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে
\n? রক্ত হল আমাদের দেহের জ্বালানি স্বরূপ।
\n? রক্তের pH সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.২-৭.৪। মানুষের রক্তের তাপমাত্রা ৩৬⁰-৩৮⁰ সেন্টিগ্রেড (গড়ে ৩৭⁰ সেন্টিগ্রেড)। \n