সঠিক উত্তর হচ্ছে: ওসিরিস
ব্যাখ্যা: মিশরীয় সভ্যতায় প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা হিসাবে ওসিরিসের পূজা করা হতো। ওসিরিস ঊর্বরতার প্রতীক হিসেবে পরিচিত। পৃথিবীর দেবতা গেব এবং আকাশের দেবী নুটের পুত্র ওসিরিস। তার স্ত্রী ছিলেন আইসিস। ওসিরিসের মৃত্যুর পর তার পুত্র হোরাস জন্ম নিয়েছেন বলে গণ্য করা হয়।