সঠিক উত্তর হচ্ছে: দ্বি+দশ= দ্বাদশ
ব্যাখ্যা: নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো- দ্বি+দশ= দ্বাদশ। \nশুদ্ধোদন, মার্তন্ড, শারঙ্গ ইত্যাদি সব ই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। \nএমন আরো কিছু ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে- পতঞ্জলি, পরস্পর, ষোড়শ, মনীষা, বনস্পতি ইত্যাদি [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা]