সঠিক উত্তর হচ্ছে: শশ + অঙ্ক
ব্যাখ্যা: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।\nবাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন,\n\nঅ+এ= এ (অ লোপ)\nশত+এক = শতেক শাঁখা- আরি শাঁখারি আ আ আ (একটা আ লোপ)\n\n+উ =উ (আলাপ) ই+এ= ই (এ লোপ) কুড়ি+এক = কুড়িক\nমিথ্যা+উক = মিথ্যুক আশি+এর = আশির\nকত+এক কতেক রূপা+আলি = রূপালি\nহিংসা+উক= হিংসুক ধনি-ইক = ধনিক গুটি+এক = গুটিক