সঠিক উত্তর হচ্ছে: গ্রামাবার্তা প্রকাশিকা
ব্যাখ্যা: হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রামাবার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা (ইংরেজি: Gram Barta Prokashika) হল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা, যা ১৮৬৩ সালে কাঙ্গাল হরিনাথ মজুমদার দ্বারা প্রকাশিত হতো। প্রাথমিকভাবে এটি কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেসে ছাপা হয়েছিল। প্রকাশনাটি ১৮৬৪ সালে কুষ্টিয়ার কুমারখালীতে মথুরানাথ প্রেসে স্থানান্তরিত হয়।