সঠিক উত্তর হচ্ছে: মিনিফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা: মিনি কম্পিউটারকে মিডরেঞ্জ (midrange) কম্পিউটার বলা হয়।মিনি কম্পিউটার হচ্ছে এক ধরনের ছোট আকারের কম্পিউটার। একে মিনিফ্রেম কম্পিউটারও বলা হয়। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের এ কম্পিউটার টার্মিনালের মাধ্যমে একসঙ্গে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের জন্য সাধারণ এক বোর্ড বিশিষ্ট বর্তনী ব্যবহৃত হয়।