সঠিক উত্তর হচ্ছে: আমি ভাত খেয়ে স্কুলে যাব
ব্যাখ্যা: সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন, ছেলেরা বল খেলছে। এ বাক্যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বক্তার আরো কিছু বলার থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন, প্রভাতে সূর্য উঠলে...। আমরা হাতমুখ ধুয়ে। এখানে \'উঠলে এবং \'বুয়ে\' ক্রিয়াপদগুলো দ্বারা কথা শেষ হয়নি। সুতরাং উঠলে এবং ধুয়ে পদ দুটোকে অসমাপিকা ক্রিয়া বলে।\nতথ্যসূত্রঃজিজ্ঞাসা,সৌমিত্র শেখর