সঠিক উত্তর হচ্ছে: সোমেন চন্দ
ব্যাখ্যা: ∎সোমেন চন্দ(১৯২০-১৯৪২) একজন মার্ক্সবাদী সাহিত্যিক ছিলেন। তিনি ১৯২০ সালের ২৪ মে তারিখে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর \"ইঁদুর\" গল্পটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়। সোমেন চন্দ পুরস্কারের প্রবর্তন করে কলকাতা বাংলা একাডেমী। ঢাকার সূত্রাপুরে সেবাশ্রমের কাছে বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টির(আর আস পি) গুন্ডারা তার উপর হামলা চালায় বলে ধারণা করা হয়। তখন তিনি রেলওয়ে কর্মীদের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্য পর প্রগতি লেখক সংঘ \"প্রতিরোধ\" নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে।