সঠিক উত্তর হচ্ছে: ব্রাহ্মী
ব্যাখ্যা: ভারতীয় মৌলিক রীতি হচ্ছে ব্রহ্মী লিপি। আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন ভারতবর্ষে ব্রহ্মী লিপি প্রচলিত ছিলো। ব্রহ্মী লিপিই ভারতের আর্য ভাষা ভাষা - সংস্কৃত প্রভৃতির আদি বা প্রাচীনতম লিপি। আর বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি। কুটিল লিপি থেকে এর উদ্ভব। কুটিল লিপি আবার ব্রহ্মী লিপির একটি বিবর্তিত রূপ।