সঠিক উত্তর হচ্ছে: সিংহলি
ব্যাখ্যা: সিংহলি ভাষার শব্দ সিডর (Sidr) - এর অর্থ চোখ। ২০০৭ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে চতুর্থ ঘূর্ণিঝড়টির নাম সিডর। এর আর একটি নাম হচ্ছে Tropical Cyclone 06 B. সাফির - সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটাগরি - ৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়েছে।