সঠিক উত্তর হচ্ছে: অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা: অধিকরণে সপ্তমীঃ
\nঅধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে \"কখন\" ও \"কোথায়\" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। যেমনঃ\nছাদে বৃষ্টি পড়ে।
\nছেলেটি অঙ্কে কাঁচা।
\nজলে কুমির, ডাঙায় বাঘ।
\nঝিনুকে মুক্তা আছে।/ সব ঝিনুকে মুক্তা মেলে না।\nতিনি ব্যাকরণে পণ্ডিত।
\nতার ধর্মে মতি আছে।
\nসরোবরে পদ্ম জন্মে।
\nসর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা?