সঠিক উত্তর হচ্ছে: Na
ব্যাখ্যা: → সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম (Li)। \r\n\r\n→ সবচেয়ে ভারী তরল পদার্থ- পারদ (Hg)। এর গলনাঙ্ক সবচেয়ে কম। এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। \r\n\r\n→ সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম (Al) ধাতু। \r\n\r\n→ যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না- অ্যান্টিমনি। \r\n\r\n→ সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম (Pt)। \r\n\r\n→ সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু- লোহা (Fe)। \r\n\r\n→ সবচেয়ে সক্রিয় ধাতু- পটাশিয়াম (K)। \r\n\r\n→ সবচেয়ে দ্রুত ক্ষয় হয় যে ধাত- দস্তা (Zn)। \r\n\r\n→ যে ধাতু পানিতে ভাসে- সোডিয়াম (Na)। \r\n\r\n→ ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল দেখায়- লোহার (Fe) উপর ক্রোমিয়াম (Cr) এর প্রলেপ থাকায়। \r\n\r\n→ সোডিয়াম (Na)ধাতুকে পোড়ালে- উজ্জ্বল হলুদ রঙ্গের শিখা উৎপন্ন হয়। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম ধাতু।