ইউরোপীয় বিজ্ঞানীদের পরিচালিত এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ডায়াবেটোলজিয়া নামের স্বাস্থ্য সাময়িকীতে।
এতে বলা হয়েছে, মাসে যারা এক বোতল বা তার চেয়ে কম (কোক-ফানটা-পেপসি)কোমল পানীয় পান করেন তাদের তুলনায় যারা দৈনিক এক বোতল কোমল পানীয় পান করেন তাদের টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা পাঁচ গুণ বেশি।
নতুন এ গবেষণা চালানো হয়েছে, ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক, ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডস এ।