সঠিক উত্তর হচ্ছে: কুয়েত
ব্যাখ্যা: ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। প্রতিষ্ঠাকাল ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল; ইরাকের রাজধানী বাগদাদে। ওপেক গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা। এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত; তবে প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিলো জেনেভায়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত। [Source - OPEC website]