নিচের অপশন গুলা দেখুন
- তিস্তা
- বংশী
- ধলেশ্বরী
- খোয়াই
যমুনা নদীর উপনদীগুলো হলোঃ তিস্তা, ধরলা, আত্রাই, সুবর্ণশ্রী, করতোয়া ইত্যাদি। আর যমুনা নদীর শাখানদী হলো ‘ধলেশ্বরী\' এবং ব্রহ্মপুত্রের শাখানদী বংশী। \'খোয়াই\' নদী বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত একটি নদী। নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার একটি নদী।