সঠিক উত্তর হচ্ছে: হিন্দি
ব্যাখ্যা: আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। তিনি মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত। সেগুলির মধ্যে আখ্যানকাব্য হচ্ছে পদ্মাবতী (১৬৪৮), সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯), সপ্তপয়কর (১৬৬৫), সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও সিকান্দরনামা (১৬৭৩); নীতিকাব্য তোহফা (১৬৬৪) এবং সঙ্গীতবিষয়ক কাব্য রাগতালনামা। পদ্মাবতী মালিক মুহম্মদ জায়সীকৃত হিন্দি পদুমাবৎ অনুসরণে রচিত। সূত্রঃ বাংলাপিডিয়া ও Livemcq লেকচার পিডিএফ।