সঠিক উত্তর হচ্ছে: সাত সাগরের মাঝি -- ফররুখ আহমদ
ব্যাখ্যা: সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতে্ম, মুহূর্তের কবিতা, ধোলাই কাব্য, হাতেম তায়ী, কাফেলা, সিন্দাবাদ, দিলরুবা ইত্যাদি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ । সাত সাগরের মাঝি-- কাব্যর উপজীব্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্য।