সঠিক উত্তর হচ্ছে: শ্রীকান্ত
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস \'শ্রীকান্ত\'
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক \'ভারতবর্ষে\' (১৯১৬-১৭) \'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় \'শ্রীশ্রীকান্ত শর্মা\'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক \'ভারতবর্ষে\' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় \'বিচিত্র\' পত্রিকায়।
- উল্লেখযোগ্য উক্তি - \"বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়ে দেয়।\"
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।