সঠিক উত্তর হচ্ছে: নাতিদূর
ব্যাখ্যা: নঞ বহুব্রীহি
\n? পূর্বপদে নাবাচক অব্যয় ব্যবহৃত হয়। নঞর্থক বা নাবাচক অব্যয়গুলো হলোÑ না, নেই, নাই, নয়। যথা ঃ
\nন (নাই) জ্ঞান যার = অজ্ঞান
 	\nবে (নাই) হেড যার = বেহেড
\nনা (নাই) চারা (উপায়) যার = নাচার
 	\nনি (নাই) ভুল যার = নির্ভুল
 \nনা (নয়) জানা যা = নাজানা/অজানা 
	\nন জ্ঞান যার = অজ্ঞান
\nনাই তার যার = বেতার 
	\nনি ভুল যার = নির্ভুল 
\nনেই আদব যার = বেয়াদব। 
	\nএরকম- নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুঁশ, অনমনীয় ইত্যাদি।\n