সঠিক উত্তর হচ্ছে: ছ
ব্যাখ্যা: বিদেশি শব্দের বানানে মোট ৫ টি বর্ণ ব্যবহার করা যায়না। সেগুলো হলো- ষ, ণ, ছ, ড়, ঢ়। এজন্য এখানে উত্তর হবে ছ। উদাহরণ হিসাবে বলা যায়, ইছলাম- ইসলাম, কর্ণেল-কর্নেল, ব্যারিষ্টার- ব্যারিস্টার, বামুণ-বামুম ইত্যাদি। [তথ্যসূত্র ঃ দৈনিক পত্রিকা]