পর্তুগিজ ধর্মযাজক মানোএল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam)। বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্টধর্ম প্রচারের সুবিধার্থে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থের নাম "কৃপার শাস্ত্রের অর্থ ভেদ"। মূল গ্রন্থটি পর্তুগিজ ভাষায় রচিত। তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে।