সঠিক উত্তর হচ্ছে: অমাবস্যায়
ব্যাখ্যা: সূর্য এবং চাঁদ যখন সমসূত্রে পৃথিবীর একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করে তখন উভয়ের আকর্ষণে সর্বাপেক্ষা উচু জোয়ার হয়, জোয়ারের পানি বেশি ছাপিয়ে পড়ে। এই অবস্থাকে ভরা কাটাল বা উঁচু জোয়ার বলা হয়। চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে তেজ কটাল অমাবস্যায়/ পূর্ণিমাতে হয়ে থাকে।তখন সূর্য,চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। উৎসঃ বাংলাপিডিয়া