সঠিক উত্তর হচ্ছে: সরদার জয়েনউদ্দীন
ব্যাখ্যা: গল্পগ্রন্থঃ\nনয়ান ঢুলী (১৯৫২)\nবীর কণ্ঠীর বিয়ে (১৯৫৫)\nখরস্রোত (১৯৫৫)\nবেলা ব্যানার্জীর প্রেম (১৯৬৮)\nঅষ্টপ্রহর (১৯৭৩)\n\nউপন্যাসঃ\nনীল রং রক্ত (১৯৫৬)\nপান্নামতি (১৯৬৪)\nআদিগন্ত (১৯৬৫)\nঅনেক সূর্যের আশা (১৯৬৬)\nবেগম শেফালী মির্জা (১৯৬৮)\nবিধ্বস্ত রোদের ঢেউ (১৯৭৫)\n\nশিশুসাহিত্যঃ\nউল্টো রাজার দেশ\nআমরা তোমাদের ভুলব না\nঅবাক অভিযান