সঠিক উত্তর হচ্ছে: নরওয়ে
ব্যাখ্যা: চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে দ্বীপপুঞ্জ বলা হয়।\nদ্বীপ প্রধানত দুই রকমের হয়—মহাদেশীয় দ্বীপ এবং মহাসাগরীয় দ্বীপ।এছাড়া কৃত্রিম দ্বীপও রয়েছে। মহাদেশীয় দ্বীপ হল মহাদেশের কোনো অংশ সমুদ্রের পানিতে ডুবে গিয়ে কিছু অংশ যদি স্থল দেখা যায় সেটা।আর মহাসাগরেরর মাঝে, স্থলের সংযোগ নাই এমন দ্বীপ হল মহাসাগরীয় দ্বীপ।\nদ্বীপ শব্দটির উৎপত্তি হলো \"দুই দিকে অপ (পানি) যার\", অর্থাৎ চতুর্দিকে পানি বা জল বেষ্টিত ভূখণ্ড হতে।\nউল্লেখযোগ্য দ্বীপ রাষ্ট্র - জাপান, ইন্দোনেশিয়া, ফিজি, নিউজিল্যান্ড, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ প্রথম আলো পত্রিকা ]