সঠিক উত্তর হচ্ছে: চার অধ্যায়
ব্যাখ্যা: চার-অধ্যায় একটি রাজনৈতিক উপন্যাস। অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব প্রচেষ্টা দেখা দিয়েছিল, \'চার অধ্যায়\' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ অতীন, এলা, ইন্দ্রনাথ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]