সঠিক উত্তর হচ্ছে: ভূ + ঊর্ধ্ব
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হলে স্বরসন্ধি হয়।\nস্বরসন্ধির নিয়মঃ\n১. অ/আ + অ/আ = আ\nউদাহরণ: সিংহাসন = সিংহ + আসন\n২. ই/ঈ + ই/ঈ = ঈ\nউদাহরণ: সতীশ = সতী + ঈশ\n৩. উ/ঊ + উ/ঊ =ঊ\nউদাহরণ: বধূৎসব = বধূ + উৎসব\n৪. অ/আ + ই/ঈ = এ \nউদাহরণ: মহেশ = মহা + ঈশ\n৫. অ/আ + উ/ঊ = ও \nউদাহরণ: বঙ্গোপসাগর = বঙ্গ + উপসাগর\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]