সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৩
ব্যাখ্যা: জাতিসংঘ \'আদিবাসী বর্ষ\' হিসাবে ঘোষণা করেছে ১৯৯৩ সালকে।\n\nজাতিসংঘের আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর এ বিষয়টি বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং ১৯৯৩ সালকে \"আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী বর্ষ\" ঘোষণা করা হয়।\n\n১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত \"আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী দশক\" ঘোষণা করা হয় যার উদ্দেশ্য ছিল আদিবাসীদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়া। এছাড়া ১৯৯৫ সালের ৯ আগস্টকে \"বিশ্ব আদিবাসী দিবস\" ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৮২ সালে সর্বপ্রথম আদিবাসীদের স্বীকৃতি দেয়।