সঠিক উত্তর হচ্ছে: অঙ্কটি ভুল করো না
ব্যাখ্যা: বাক্য শুদ্ধিকরনের নিয়মাবলীঃ\n১। একই বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়।\n২। বাক্যশুদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক বাংলা বানান।\n৩। সমাস, প্রত্যয়, লিঙ্গ, বিভক্তি, বচন, প্রবাদ-প্রবচন ও সন্ধিজনিত ভুল পরিহার করা।\n৪। বাচ্য ও বাহুল্যজনিত ভুল পরিহার করা।\n৫। বাক্যের পদক্রম ও বিরাম চিহ্নজনিত অশুদ্ধি পরিহার করা।\n৬। বাক্যের অশুদ্ধ প্রয়োগ ও সর্বনাম প্রয়োগে অসংগতি পরিহার করা।\n[তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ]