সঠিক উত্তর হচ্ছে: IBRD
ব্যাখ্যা: -বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম IBRD (International Bank for Reconstruction and Development) বা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক পরিচালনা করে। -IDA এর পূর্ণরূপ International Development Agency। একে soft loan window বলা হয়। -MIGA এর পূর্ণরূপ Multilateral Investment Guarantee Agency। এটি উন্নয়নশীল বিশ্বে বিনিয়োগে উৎসাহ দানে কাজ করে । -ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes। এটি সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে \'বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি\' করতে কাজ করে। \n(তথ্যসূত্র- বিশ্বব্যাংক ওয়েবসাইট)