সঠিক উত্তর হচ্ছে: হুলিয়া
ব্যাখ্যা: আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর\nআমার চতুর্দিকে চিকচিক করছে রোদ\nশোঁ শোঁ করছে হাওয়া।\nআমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন\nএকটি রেখায় দাঁড়িয়েছে।\nকেউ চিনতে পারেনি আমাকে,\nট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে\nএকজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম\nমহকুমা স্টেশনে উঠেই একজন আমাকে জাপটে ধরতে চেয়েছিল\nকেউ চিনতে পারেনি আমাকে, একজন রাজনৈতিক নেতা\nদূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না\nবারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি\nঅথচ কী আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও\nরফিজ আমাকে চিনল না।\nআমি বাড়ির পেছন থেকে দরজায় টোকা দিয়ে\nডাকলুম মা\nবহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না\nমরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচক্যাচ\nশব্দ করে খুলে গেল।\nবহুদিন চেষ্টা করেও গোয়েন্দা বিভাগ\nআমাকে ধরতে পারেনি।\nচৈত্রের উত্তপ্ত দুপুরে, অফুরন্ত হাওয়ার ভেতরে\nসেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে\nএকটি অবুঝ সন্তান হয়ে গেলুম\nখবর পেয়ে যশমাধব থেকে আসবে ন্যাপকর্মী ইয়াসিন\nতিন মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য।\n\nরাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে\nআমতলা থেকে আসবে আব্বাস।\nওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর\nআমাদের ভবিষ্যৎ কী?\nআইয়ুব খান কোথায়?\nশেখ মুজিব কি ভুল করছেন?\nআমার নামে কতদিন আর এ রকম হুলিয়া ঝুলবে?\n— ১৯৭০ সালে কবি নির্মলেন্দু গুণ বিরচিত “হুলিয়া” কবিতার অংশ বিশেষ