সঠিক উত্তর হচ্ছে: বরিশাল
ব্যাখ্যা: চন্দ্রদ্বীপ - বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ। বরিশাল জেলার পূর্ব নাম চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ও প্রাণকেন্দ্র। চন্দ্রদ্বীপ অধিকার করেন ত্রৈলোক্যচন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।