সঠিক উত্তর হচ্ছে: তাসের দেশ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন।\nতাসের দেশ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।\nরবীন্দ্রনাথ তাঁর নিজেরই লেখা \"একটা আষাঢ়ে গল্প\"\nনামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি\nরচনা করেন।\nএই নাটকটিতে বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্যে রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন।\nরবীন্দ্রনাথ তাঁর \"তাসের দেশ\" নাটকটি নেতাজী বসু উৎসর্গ করেন।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]