সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালী উল্লাহ বাংলাদেশের প্রথম বাংলাদেশি চেতনা প্রবাহরীতির উপন্যাস রচয়িতা । তার বিখ্যাত লালসালু উপন্যাসটি ফরাসি অনুবাদ হলো ‘ L Arbre Sams Maeme ’ । এটি প্রকাশিত হয় ১৯৬১ সালে । এটি অনুবাদ করেন তাঁর পত্নী ‘ অ্যান মেরী ’ । তিনি পি .ই.ইন পুরষ্কার , বাংলা একাডেমী পুরষ্কার , আদমজী পুরস্কার ও মরণোত্তর একুশে পদক লাভ করেন । ১৯৭১ সালের ১০ অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন ।