সঠিক উত্তর হচ্ছে: কৃপণ
ব্যাখ্যা: স্বভাবতই ‘ণ’ হয় এমন শব্দসমূহ___________ চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী, ফণী, অণু, বিপণি গণিকা, আপণ, লাবণ্য বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, তূণ, কফোণি, বণিক, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।