সঠিক উত্তর হচ্ছে: আনি
ব্যাখ্যা: উপসর্গ হলো কিছু অর্থহীন শব্দাংশ, যেগুলি অন্য নামশব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। যেমন: প্র, পরা, পরি, নির, প্রতি, নি, অপি, অভি, উপ, আ, অ, অঘা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]