সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: সত্তর আশির দশকে দক্ষিণ আফ্রিকার হাতে প্রায় ষাটটি পারমানবিক বোমা ছিল। যেগুলো তারা নিজের ইচ্ছায় ধ্বংস করে।তবে বিশ্বের আটটি দেশের হাতে পারমানবিক বোমা আছে। পারমাণবিক বোমার দিক থেকে যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র আছে ৬ হাজার ৮শ\', রাশিয়ার ৭ হাজার, ফ্রান্সের ৩শ\', যুক্তরাজ্যের ২১৫, চীনের ২৭০, ভারতের ১৩০, পাকিস্তানের ১৪০, ইসরায়েলের ৮০, আর উত্তর কোরিয়ার আছে ২০টি ।