সঠিক উত্তর হচ্ছে: ভিয়েনা কনভেশন
ব্যাখ্যা: ভিয়েনা কনভেশন ১৯৮৫ সালে স্বাক্ষর। ১৯৮৮ সালে কার্যকর (২২ সেপ্টেম্বর) হয়। কনভেনশন টির বিষয়বস্তু ছিল জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেশন । এর পুরো নাম- Vienna Convention for the Protection of the Ozone Layer। বাংলাদেশ অনুমােদন করে- ১৯৯০ সালে।