সঠিক উত্তর হচ্ছে: হাসিমাখা মুখ = হাসিমুখ
ব্যাখ্যা: ব্যাখ্যা : যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথা- \r\n\r\n সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, \r\n সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, \r\n স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, \r\n ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই, \r\n ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি, \r\n পল মিশ্রিত অন্ন = পলান্ন (বিরিয়ানির সমার্থক শব্দ), \r\n পানা ভরা পুকুর = পানা ভরা পুকুর, \r\n শিক্ষা বিষয়ক মন্ত্রী = শিক্ষামন্ত্রী। \r\n\r\nপ্রত্যেকটি সমস্তপদে ব্যাসবাক্যের মাঝের পদটি বিলুপ্ত হয়ে গেছে।