সঠিক উত্তর হচ্ছে: এস ওয়াজেদ আলি
ব্যাখ্যা: ভবিষ্যতের বাঙালি\' (১৯৪৩) গ্রন্থটি এস ওয়াজেদ আলি রচিত প্রবন্ধ গ্রন্থ। তার আরও কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হলো— \'অতীতের বোঝা\', \'প্রাচ্য ও প্রতীচ্য\', \'জীবনের শিল্প\', \'মুসলিম সংস্কৃতির আদর্শ\' ইত্যাদি। শামসুর রাহমান রচিত প্রবন্ধ গ্রন্থ হলো- \'আমৃত্যু তাঁর জীবনানন্দ\', ‘কবিতা এক ধরনের আশ্রয়\'। হুমায়ুন আজাদ রচিত প্রবন্ধ গ্রন্থ হলো- \'লাল নীল দীপাবলি\', \'আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম\', \'দ্বিতীয় লিঙ্গ’ ইত্যাদি।