সঠিক উত্তর হচ্ছে: প্লেটো
ব্যাখ্যা: প্রাচীন গ্রীসে প্লেটো সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন। তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না।কারণ এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবেন না।(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন)