সঠিক উত্তর হচ্ছে: নির্দিষ্টতা
ব্যাখ্যা: কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোন পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা গ্রাপন করে , এগুঅেকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে । বাংলায় নির্দিষ্টতা গ্যাপন প্রত্যয়।\n এক বচনে – টা , টি, খান, খানি, গাছা , গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহারিত হয় । যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা , চুড়িগাছি ইত্যাদি ।