সঠিক উত্তর হচ্ছে: ৩ টি
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড ফোর্স ছিল তিনটি- জেড\nফোর্স, কে ফোর্স, এস ফোর্স।ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩টি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয় এই ব্রিগেড।\nবাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ব্রিগেড গঠন করা হয় ৭ই জুলাই ১৯৭১।সরকারের নির্দেশনা অনুসারে মেজর জিয়াউর রহমান জেড ফোর্স,মেজর খালেদ মোশাররফ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গঠন করেন কে ফোর্স এবং মেজর কে এম শফিউল্লাহ গঠন করেন এস ফোর্স।\n[তথ্যসূত্রঃএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৪৭ থেকে ১৯৭১ লে. কর্নেল (অব.) - আবু ওসমান চৌধুরী]