সঠিক উত্তর হচ্ছে: আহসান হাবীব
ব্যাখ্যা: “আমি কোন আগন্তুক নই\'\' কবিতাটি রচনা করেন আহসান হাবীব। তার দুহাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থের শেষ কবিতা এটি যা ১৯৮০ সালে প্রকাশিত হয়। এই কবিতায় শহুরে মানুষের গ্রামে ফেরার বর্ণনা দেওয়া হয়েছে। বাতাসে লাশের গন্ধ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কবিতা। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)