সঠিক উত্তর হচ্ছে: কালিদাস
ব্যাখ্যা: প্রাচীন সংস্কৃত মহাকবি কালিদাস রচিত \'অভিজ্ঞান শকুন্তলম\' নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫৪ সালে রচনা করেন \'শকুন্তলা\'।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরও কিছু অনুবাদ সাহিত্য রয়েছে। যেমন--বেতাল পঞ্চবিংশতি, হিন্দি বেতালপৈচ্চিস্যার বঙ্গানুবাদ।-সীতার বনবাস, ভবভূতির উত্তররাম চরিত নাটকের প্রথম অঙ্কের ও রামায়ণের উত্তর কাণ্ডের বঙ্গানুবাদ। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]