ব্যাখ্যা: যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না,তাকে প্রকৃতি বলে।আর, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।যেমন:\n\nউৎ + ভিদ = উদ্ভিদ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।