নিচের অপশন গুলা দেখুন
- ক্রীতদাসের হাসি
- অক্টোপাস
- কালো বরফ
- নাঢ়াই
শওকত আলী রচিত তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস হলো \'নাঢ়াই\'। এই উপন্যাসে- গরিব কৃষকের\r\n\r\nঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার সঙ্গে। এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর উপন্যাস \'নাঢ়াই\'।\r\n\r\n\'অক্টোপাস\' হলো শামসুর রাহমানের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। \'কালো বরফ\' হলো মাহমুদুল হকের দেশ ভাগ নিয়ে লেখা উপন্যাস। আর \'ক্রীতদাসের হাসি\' হলো শওকত ওসমানের একটি উপন্যাস যাতে স্বৈরশাসক আইয়ূব খানের শাসনামলকে ব্যঙ্গ করা হয়েছে।