সঠিক উত্তর হচ্ছে: নীলফামারীতে
ব্যাখ্যা: ? বাংলাদেশে বর্তমানে ৮টি সরকারি EPZ রয়েছে। এছাড়াও বাংলাদেশে ২টি বেসরকারি EPZ রয়েছে।\r\n\r\n? ১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড হল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার EPZ. \r\n\r\n? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম EPZ হল কোরিয়ান EPZ। যা চট্টগ্রামে অবস্থিত।\r\n\r\n? বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা EPZ, এটি নীলফামারীতে অবস্থিত। \r\n\r\n? EPZ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম Bangladesh Export Processing Zone Authority (BEPZA)। \r\n\r\n? Export Promotion Bureau (EPB) – রপ্তানি বৃদ্ধিতে কাজ করে থাকে। \r\n\r\n? বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ৯৩ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাংলাদেশে বিশ্ব বাণিজ্য কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে।