সঠিক উত্তর হচ্ছে: (10100011)2
ব্যাখ্যা: দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে দশমিক সংখ্যাকে ২ দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয় এবং প্রাপ্ত ভাগফলকে পুনরায় ২ দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যাবে।\n[তথ্যসূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান]