সঠিক উত্তর হচ্ছে: রেকটিফায়ার
ব্যাখ্যা: রেকটিফায়ার (Rectifier) \nযে ডিভাইস বা কৌশল এসি প্রবাহ বা কৌশলকে ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহে রূপান্তর করে, তাকে রেকটিফায়ার বলে। রেকটিফায়ার মূলত এসি কারেন্টকে পালসেটিং ডিসিতে রুপান্তরিত করে। অধিকাংশ ইলেকট্রনিক্স সার্কিট লাে ভােল্টেজ এবং লাে ডিসি কারেন্টে চলে, তাই এসিকে প্রয়ােজনীয় মানে কমিয়ে ডিসিতে রুপান্তরের কাজে রেকটিফায়ার ব্যবহৃত হয়। রেকটিফায়ার হিসেবে ডায়ােড় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।\n