সঠিক উত্তর হচ্ছে: অতি+অন্ত = অত্যন্ত
ব্যাখ্যা: ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়। যেমনঃ প্রতি + ঊষ = প্রত্যুষ; অতি + অন্ত = অত্যন্ত। অপশনগুলোর সঠিক সন্ধি হবেঃ ধন্না, হাচ্ছানি, পাশ্শ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী